আগেই ঠিক ছিল লোকসভার জিরো আওয়ারে সরব হবে দল। সেইমতো রাজ্যকে পাঠানো কেন্দ্রীয় আ্যাডভাইসরি নিয়ে সোমবার লোকসভায় সরব হলেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে টার্গেট করতে ১০ দিনে ১০ টি আ্যাডভাইসরি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।’ সংসদে বারবার রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গ ওঠা নিয়েও আপত্তি জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘কেন বাংলাকেই শুধু টার্গেট করা হচ্ছে?’
প্রসঙ্গত, ২ জুলাই থেকে এখনও পর্যন্ত সংসদের চলতি অধিবেশনে লোকসভায় লিখিত প্রশ্নে ৪ বার ও রাজ্যসভায় ৬ বার বাংলার আইনশৃঙ্খলা প্রসঙ্গ উঠেছে। বিভিন্নভাবে বারবার এই প্রসঙ্গ টেনে আনছেন বিজেপি সাংসদরা। তৃণমূল শিবিরের দাবি, রাজ্য বিজেপি-র কয়েকজন সাংসদকে ডেকে স্পিকার ওম বিড়লা বলেছেন, রাজ্যের আইনশৃঙ্খলার মতো বিষয় উল্লেখ না করতে।
এর আগে আইনশৃঙ্খলা নিয়ে অ্যাডভাইসরি পাঠানোর পাশাপাশি সম্প্রতি কাটমানি নিয়েও রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।