বিভিন্ন দল থেকে বেশ কিছু কর্মী-সমর্থক যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। আর এই যোগদানে যারপরনাই ক্ষুব্ধ বিজেপির একাংশ। যার জেরে প্রকাশ্যে আসছে বিজেপির অন্দরের কোন্দল। স্পষ্ট বোঝা যাচ্ছে আলগা হচ্ছে বিজেপির রাশ।
এখন বেজায় চটে আছেন শাসন-সহ বারাসত-২ নং ব্লকের বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁদের অভিযোগ সদ্য বিজেপিতে যোগদান করা শাসনের সিপিএম নেতা মহম্মদ ইসরাইলের বাহিনীর হাতে আগে একাধিকবার আক্রান্ত হয়েছে বিজেপি। বারাসত-২ নং ব্লকের বিজেপি নেতা কর্মীদের দাবি পরিকল্পনা করে তাঁদের হেনস্থা করতেই বিজেপির এক গোষ্ঠীর নেতারা দলে ঢুকিয়েছেন ওই দুষ্কৃতীদের। তাই দ্রুত তাঁদের দল থেকে বহিষ্কার না করলে তাঁরাও দল ছাড়বেন। ফলে এখন উভয় সঙ্কটে বিজেপি। তাঁদের এখন ঘর রাখবেন না বাইরেটা সামলাবেন তাই নিয়ে বেজায় চিন্তিত।