গতকাল ছিল সিভিল সার্ভিসের পরীক্ষা। আর প্রশ্নপত্র হাতে পাওয়ার পর একটি প্রশ্ন দেখে রীতিমতো হতবাক হয়ে যান পরীক্ষার্থীরা। প্রশ্নটি হল, ‘ভারতের রাজনীতিতে রাজ্যপালের ভূমিকা বিস্তারিত ব্যাখ্যা কর। বিশেষ করে বিহারের ক্ষেত্রে তাঁর ভূমিকা কি শুধুই কাঠপুতুলের?’ এই প্রশ্ন ঘিরে ছড়িয়ে পরে বিতর্ক। এই পরীক্ষাতেই আরও একটি প্রশ্নে জিজ্ঞেস করা হয়, “নির্বাচনে অনেকগুলি রাজনৈতিক দলের লড়াইয়ের সুবিধে ও অসুবিধে কী কী?”
সাধারণ জ্ঞান বিভাগে পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটি রাখা হয়। বিতর্ক দানা বাঁধতেই বিহারের পাবলিক সার্ভিস কমিশনের অফিসাররা জানিয়ে দেন যে প্রশ্নপত্র তৈরি করতে তাঁদের কোনও ভূমিকা নেই। যে শিক্ষকরা পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন তৈরি করেছে তাঁদের ঘাড়েই দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়েন আধিকারিকরা। নীতিশ কুমারের জেডিইউ এবং বিজেপির জোট সরকার রয়েছে বিহারের গদিতে। আগামী বছর সেখানে বিধানসভা নির্বাচন।