মাঝে কয়েকদিন শান্ত থাকলেও ফের অশান্ত হয়ে উঠেছে ভাটপাড়া। আজ সকাল থেকে কাঁকিনাড়ায় রেল অবরোধ করেছিলো বিজেপির দুষ্কৃতীরা। বেলা বাড়ার পর রেল অবরোধ উঠলেও সেই দুষ্কৃতীর দল তারপর হঠাৎই ভাটপাড়া পুরসভায় ঢুকে পড়ে। সেখানে বেপরোয়া ভাঙচুর শুরু করে। এমনকি বোমা-গুলি চালানো হয় বলেও অভিযোগ। মারধর করা হয় কর্তব্যরত পুরকর্মীদেরও। বেশ কয়েকজন মহিলা কর্মীর শ্লীলতাহানি করা হয়। পুরসভা লাগোয়া ভাটপাড়া থানাও ঘেরা করে বিক্ষোভকারীরা। যার ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
ভাটপাড়া থানার ঠিক উল্টো দিকেই ভাটপাড়া পুরসভার প্রশাসনিক ভবন। অফিসের ব্যস্ত সময়ে পুরসভায় বিভিন্ন প্রয়োজনে এসেছিলেন সাধারণ মানুষজন। বিজেপির এই অতর্কিত হামলা এতটাই জোরদার ছিল যে, সাধারণ মানুষ ভেবেছিলেন জঙ্গি হামলা হয়েছে। ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন তাঁরা। এমনকি শিশু কোলে ছোটার সময় পড়ে গিয়ে জখমও হন বেশ কয়েকজন। প্রায় ৩০ মিনিট ধরে সেই দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ।
জানা গেছে, দুপুর বারোটা নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের একটি দল আচমকা ভাটপাড়া পুরসভায় ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর ও বোমাবাজি শুরু করে। অভিযোগ, গুলিও ছোড়ে তাঁরা। এমনকি পুরসভা থেকে মূল্যবান জিনিসপত্রও লুঠপাট করা হয়। এরপর পুরসভা লাগোয়া থানাও ঘেরাও করে সেই দুষ্কৃতীরা। অতিরিক্ত বাহিনী এনে তাঁদের সঙ্গে মোকাবিলার চেষ্টা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স।