তৃণমূল ভাঙিয়ে মুকুল রায় যে কাউন্সিলারদের বিজেপিতে এনেছিলেন, তাঁদের অনেকেই দলকে চরম অস্বস্তিতে ফেলে পুরনো দলে ফিরে যেতে শুরু করেছেন। এইরকম পরিস্থিতিতে বিজেপিতে যোগদান করার কথা ছিল কয়েকজন তৃণমূল কর্মীর। কিন্তু বিড়ম্বনার ভয়ে কর্মসূচী বাতিল করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কথা ছিল, মুকুল রায়ের উপ্সথিতিতে হেস্টিংসে বিজেপির ভাড়া নেওয়া অফিসে ভবানীপুরের কয়েকজন তৃণমূলকর্মী বিজেপিতে যোগ দেবেন। কিন্তু দলের অন্দরের খবর, দিলীপ ওই যোগদান কর্মসূচী বাতিল করার নির্দেশ দেন বিজেপির মিডিয়া সেলকে। সংশ্লিষ্ট জেলা নেতৃত্বকে না জানিয়ে কী ভাবে অন্য দলের কর্মীদের দলে নেওয়া হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন দিলীপ। এ কথা জানিয়ে দেওয়া হয় মুকুলকে। বাতিল হয়ে যায় রবিবারের কর্মসূচি। বিজেপি সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের নির্দেশেই মুকুলবাবু ওই কর্মসূচি বাতিল করেন।
গেরুয়া শিবিরের একাংশের বক্তব্য, লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম মুকুলবাবুর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পরে গেরুয়া শিবিরে ‘বিদ্রোহ’ হয়েছিল। দলের একাংশের চাপেই মনিরুলকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে নিষেধ করে দেন বিজেপি নেতৃত্ব। হালিশহর, ও কাঁচরাপাড়ার অভিজ্ঞতার পরে সেই মুকুলবাবুর ভূমিকা নিয়ে দলে আরও প্রশ্ন উঠেছে। বিজেপি নেতৃত্বের একাংশ মনে করছেন, সংশ্লিষ্ট জেলা সংগঠনকে না জানিয়ে শুধু মুকুলের ভরসায় কাউকে দলে নিলে ‘বেনোজল’ ঢোকার আশঙ্কা বেশি। তারই প্রভাব পড়েছে এ দিন হেস্টিংসে যোগদান কর্মসূচিকে ঘিরে ঘটা ঘটনায়।