আবার সোনার মুখ দেখল ভারত। ২০০ ,মিটার ইভেন্টে সোনা জিতে ভারতকে সাফল্য এনে দিলেন হিমা দাস। শনিবার চেক রিপাবলিকের ‘ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিট’ থেকে হিমা দাস সোনা জিতেছেন। এদিন ২৩.৪৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছেন ভারতীয় এই অ্যাথলেটিক।
এই নিয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই তৃতীয় সোনা জিতলেন হিমা। গত ২ জুলাই পোল্যান্ডের পজনন অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স থেকে ২০০ মিটারে ভারতকে প্রথম সোনাটি এনে দেন অসমকন্যা। সময় করেছিলেন ২৩.৬৫ সেকেন্ড। হিমার দ্বিতীয় সোনাটি আসে, রবিবার, পোল্যান্ডেরই কুতনো অ্যাথলেটিক্স মিটে। সময় করেন ২৩.৯৭ সেকেন্ড।
এক উজ্জ্বল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের এই নক্ষত্র। পরপর তিনটি সোনা জিতে সাফল্যের ইতিহাস তৈরি করেছেন এই অসমকন্যা। স্পটলাইটের আড়ালে থেকেও নিজেকে প্রমাণ করার তাগিদ ধরে রেখেছেন তিনি। এই বিস্ময়কর সাফল্যই তাঁকে প্রশংসার শিখরে নিয়ে তুলেছে।