বারবারই গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়েছে অনেক প্রতিবাদ-বিক্ষোভও। কিন্তু বাংলার বঞ্চনা চলছেই। ফের একবার বঞ্চিত বাংলা। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে ইংরেজি ছাড়াও ৬টি ভাষায় সব নির্দেশ অনুবাদ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশে বাংলা ভাষাকে কেন বাদ দেওয়া হল, এবার সেই প্রশ্ন তুলল রাজ্য বার কাউন্সিল। এই নিয়ে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে নির্দেশ বিবেচনার আর্জি জানিয়েছে। জানান হয়েছে, অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষাকেও অন্তর্ভুক্ত করার দাবি।
প্রসঙ্গত, রাজ্যের সব আদালতের সঙ্গে যুক্ত আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল। কাউন্সিলের এগজিভিউটিভ কমিটির চেয়ারম্যান শ্যামল ঘটক বলেন, ‘এখন চিঠি দেওয়া হল। খুব শীঘ্রই আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে প্রতিবাদ পত্র দিয়ে বাংলা ভাষাকে অন্তর্ভুক্তির আবেদন করব।’ জানা গেছে, কাউন্সিল লিখেছে, ২০১১ সালের জনসুমারি অনুযায়ী বাঙালি ও বাংলা ভাষায় কথা বলেন ৯.৭২ কোটি মানুষ। সেখানে অসমিয়া ভাষায় কথা বলেন ১.২২ এবং উড়িয়া ভাষায় কথা বলেন ২.৮১ কোটি মানুষ। উড়িয়া ও অসমিয়া ভাষাকে অন্তর্ভুক্ত করা হলেও, বাদ দেওয়া হয়েছে বাংলাকে।