সপ্তাহ দুয়েক আগে আগুন লাগে শিলিগুড়ির বিধান মার্কেটে। পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি ৭ টি দোকান। তড়িঘড়ি শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথিরিটির তরফে সেখানে পাকা দোকানও তৈরি করে দেওয়া হয়। শনিবার সকালে সেই দোকানঘর পরিদর্শনে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি দেখেন, ৭ টি দোকানের পরিবর্তে ওই জায়গায় ২০টি দোকান তৈরি করা হয়েছে। এমনকী দোকানগুলির উপরে ব্যবসায়ী সমিতির একটি কার্যালয়ও তৈরি করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে শিলিগুড়ির বিধান মার্কেটে দোকান তৈরির প্রতিবাদে সরব হলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ইতিমধ্যেই তিনি পুলিশ কমিশনারকে নির্দেশে দিয়েছেন, যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে অবিলম্বে ভেঙে দেওয়া হয় দোকানগুলি।
তিনি দেখেন, ৭ টি দোকানের পরিবর্তে ওই জায়গায় ২০টি দোকান তৈরি করা হয়েছে। এমনকী দোকানগুলির উপরে ব্যবসায়ী সমিতির একটি কার্যালয়ও তৈরি করা হয়েছে। এসব জেনেই ক্ষুব্ধ হন পর্যটন মন্ত্রী। তাঁর দাবি, এই নির্মাণ বেআইনি। ব্যবসায়ী সমিতির সদস্যরা ভুল বুঝিয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে দিয়ে বেআইনি নির্মাণ করিয়েছেন। এরপর ঘটনাস্থল থেকেই পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন গৌতম দেব। নির্দেশ দেন, দ্রুত ওই দোকানগুলি ভেঙে ফেলার৷