‘বিশ্বকাপে যখন প্রয়োজন ছিল, তখন আমরা আমাদের সেরাটা দিতে পারিনি’। বক্তা চলতি বিশ্বকাপে পাঁচটি শতরান সহ ৬৪৮ রানের মালিক রোহিত শর্মা। এদিন রোহিত ট্যুইট করে জানিয়েছেন, “মাত্র ৩০ মিনিট খারাপ খেলার চরমতম মূল্য দিতে হয়েছে আমাদের। আমার হৃদয় এখনও যথেষ্ট ভারাক্রান্ত। আশা করি, আপনাদেরও। ইংল্যান্ডের মাটিতে যেভাবে আপনারা টিম ইন্ডিয়াকে সমর্থন করেছেন তা ভোলার নয়। যে মাঠগুলিতে আমরা খেলেছি তার রং নীল করে তুলেছেন আপনারাই। এরজন্য অকুণ্ঠ ধন্যবাদ”।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমি-ফাইনালে ব্যর্থ হন রোহিত। মাত্র ১ রানে আউট হয়ে ফেরেন ভারতীয় ওপেনারটি। সেই সঙ্গে হুড়মুড়িয়ে ধসে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। জয়ের জন্য ২৪০ রান তাড়া করতে নেমে ২২১ রানেই থেমে যায় টিম ইন্ডিয়া। ১৮ রানে হেরে শেষ হয়ে যায় কোহলিদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। যদিও ফাইনালে ইংল্যান্ডের জো রুট (৫৪৯) এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের (৫৪৮) পক্ষে রোহিত শর্মাকে অতিক্রম করা সম্ভব। এই দু’জনের মধ্যে যে কোন একজন রবিবার সেঞ্চুরি পেলে রোহিতের নাম আর এই বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী রূপে রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না। তবে এঁরা ব্যর্থ হলে ভারতীয় ওপেনারটিই হবেন এই বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক।