নিউজিল্যান্ডের কাছে সেমি-ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এখনই বাড়ি ফেরা হচ্ছে না বিরাট কোহলিদের। ম্যাঞ্চেস্টারে বসেই তাঁদের দেখতে হবে লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে রবিবারের কাপ দখলের লড়াই। কারণ তার আগে দেশে ফেরার টিকিটই পাওয়া যাচ্ছেন না বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্তা জানিয়েছেন। রবিবার রাতে লন্ডন থেকে দেশে ফিরবে ভারতীয় দল। আর দেশে ফিরলেই রবি শাস্ত্রী এবং বিরাটের সঙ্গে হারের পর্যালোচনায় বসবে প্রশাসক কমিটি।
বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসক কমিটি। কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট কোহলি দেশে ফিরলেই জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান এম এস কে প্রসাদকে নিয়ে বৈঠকটি হওয়ার কথা। যেখানে উপস্থিত থাকবেন সিওএ প্রধান বিনোদ রাই ও দুই সদস্য ডায়ানা এডুলজি, রবি থোড়গে। প্রত্যেক সিরিজ বা টুর্নামেন্টের পরেই এই রিভিউ মিটিং করে থাকে সিওএ। তাই এটা নতুন কিছু নয়। তবে বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ রানে হারের পর ভারতীয় দল নির্বাচন এবং ব্যাটিং অর্ডার নিয়ে প্রাক্তনরা প্রশ্ন তুলেছেন। অনেকে যেমন বলেছেন, দীনেশ কার্তিকের মতো একজন বর্ষীয়ান ক্রিকেটারকে কেন বিশ্বকাপে খেলানো হল? কেউ আবার মনে করে, ধোনিকে নিউজিল্যান্ড ম্যাচে চার নম্বরে নামানো উচিত ছিল। তাই ভারতীয় দলের কোচ, ক্যাপ্টেনের পাশাপাশি জাতীয় নির্বাচকরাও সিওএ’র র্যাডারে আছেন।
কোপের মুখে পড়তে পারেন জাতীয় নির্বাচকমণ্ডলীর দুই সদস্য দেবাং গান্ধী ও শরণদীপ সিং। তাঁদের আচরণে একেবারেই সন্তুষ্ট নন প্রশাসক কমিটি। ভারতীয় দলের প্র্যাকটিসে শরণদীপ জাতীয় দলের জার্সি পরায় বিতর্ক তৈরি হয়েছিল। বিশ্বকাপে ব্যর্থতার কারণ খোঁজার পাশাপাশি ভবিষ্যতে বড় ইভেন্টের দল নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচকরা যাতে আরও সতর্ক থাকেন, সেই বার্তাও দিতে পারেন বিনোদ রাইরা। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের রোডম্যাপও স্থির হতে পারে।
ভারতের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তার জন্য ১৭ কিংবা ১৮ জুলাই দল নির্বাচন হবে। শোনা যাচ্ছে, সীমিত ওভারের সিরিজে বিরাট কোহলি খেলবেন না। বিশ্রাম দেওয়া হতে পারে রহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামিকে তবে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি এখন টেস্ট খেলেন না। শুধুই টি-২০ ও একদিনের ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, বিশ্বকাপ খেলেই ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেবেন। যদিও সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে মাহিকে নিয়ে আগাম কিছু অনুমান করাও ঠিক নয়। কখন তিনি অবসরের সিদ্ধান্ত নেবেন, সেটা কেউ টের পাবে না। তবে আগামী বছর অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ রয়েছে। ধোনি বরাবরই এই ফরম্যাটে দক্ষ। তাই অনুমান করা হচ্ছে, তিনি হয়তো টি-২০ বিশ্বকাপ খেলে ভারতীয় দলের জার্সি খুলে রাখবেন।