বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে মার খেলেন এক তৃণমূল সমর্থক। কাঠগড়ায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আক্রান্ত যুবকের নাম রাজু দে। বাড়ি, বিধাননগর দক্ষিণ থানার দত্তাবাদে। পেশায় ওই যুবক ব্যবসায়ী। এলাকায় তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত। রাজু দে-র পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে তাঁকে বেধড়ক মারধর করেন স্থানীয় এক বিজেপি নেতা। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানা অভিযোগ জানাতে গিয়েছিলেন রাজু। গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি বিধাননগর মহকুমা হাসপাতালে। যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগও দায়ের হয়নি বলে জানা গিয়েছে।
কিন্তু থানায় তো যে কারও বিরুদ্ধেই অভিযোগ জানানো যায়। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয় পুলিশ। তাহলে এক্ষেত্রে অভিযোগ নেওয়ার পরেও কেন থানায় ডেকে অভিযোগকারী রাজু দে-কে মারধর করল পুলিশ? অভিযুক্ত বিজেপি নেতা বলেই কি আক্রান্ত হতে হল অভিযোগকারীকে? পরিবারের লোকেদের দাবি, রাজু যখন অভিযোগ জানাতে গিয়েছিলেন, তখন কোনও সমস্যা হয়নি। তাঁর অভিযোগ নেয় বিধাননগর দক্ষিণ থানা। অভিযোগ জানিয়ে থানা থেকে বাড়িতে চলেও এসেছিলেন রাজু। পরিবারের লোকেদের দাবি, বাড়ির ফেরার ঘণ্টা দুয়েক পর ফের রাজুকে বিধাননগর দক্ষিণ থানায় ডেকে পাঠায় পুলিশ। থানায় গেলে, তাঁকে বেধড়ক মারধর করেন আলি খান নামে এএসআই।