কর্ণাটকের বিদ্রোহী বিধায়কদের স্পিকারের কাছে দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁদের দাবি ছিল, ইস্তফা দিলেও তা গ্রহণ করা হচ্ছে না। এই নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুরু হয় সওয়াল-জবাব। দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, মঙ্গলবার হবে এই কর্ণাটক কাণ্ড নিয়ে শুনানি। ততদিন অবধি স্থিতাবস্থা বজায় থাকবে। স্পিকারকে বিদ্রোহী বিধায়কদের ইস্তফার সিদ্ধান্ত নিতে হবে না বলেও আজ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এ দিন সুপ্রিম কোর্টের বিচারকদের ভর্ৎসনার মুখে পড়েন কর্ণাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার। শীর্ষ আদালতের সামনে এ দিন তিনি বলেন, “আমি এখনও ইস্তফাপত্রগুলি ভালো করে দেখে উঠতে পারেননি। কারণ, অনেকেই আমার সঙ্গে বৃহস্পতিবার এসে দেখা করেছেন।” এর উত্তরে বিচারকরা বলেন, স্পিকার কি মনে করেন, বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ করা না করার অধিকার শুধু তাঁর আছে, আদালতের নেই। তারপরেই জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার হবে এই মামলার শুনানি। রমেশ কুমারকে কোনও সিদ্ধান্ত নিতে হবে না। সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
যদি মঙ্গলবার বিদ্রোহী বিধায়কদের ইস্তফা গ্রহণ হয়, তাহলে জোট সরকারের ১১৮ বিধায়ক থেকে সংখ্যা কমে দাঁড়াবে ১০০। ফলে সংখ্যাগরিষ্ঠতা ১১৩ থেকে কমে দাঁড়াবে ১০৫-এ। এই মুহূর্তের কর্ণাটকে বিজেপি বিধায়কদের সংখ্যা ১০৫। দুই নির্দল বিধায়ক সমর্থন করলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১০৭।
গত মঙ্গলবার কর্ণাটকের স্পিকার ৮ বিদ্রোহী বিধায়কের ইস্তফাপত্র নাকচ করে দেন। তাঁর বক্তব্য, সেগুলি যথাযথভাবে লেখা হয়নি। বিদ্রোহী বিধায়কদের তাঁর সঙ্গে দেখা করতে বলেন। তাঁর কথায়, শুধু চিঠি দিলেই যদি কাজ হয়ে যেত, তাহলে আমার থাকার কোনও দরকারই পড়ত না। তিনি বলেন, এই কাজে সময় লাগবে, তিনি তো আর আলোর গতিতে কাজ করতে পারবেন না। বিদ্রোহীদের অভিযোগ ছিল, স্পিকার ইচ্ছা করে ইস্তফাপত্র নিতে চাইছেন না। কারণ তিনি শাসক জোটকে আরও কিছুদিন টিকে থাকার সুযোগ দিতে চান। তাঁরা পুলিশকে চিঠি লিখে বলেন, হোটেলের চারদিকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কারণ কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বা ডি কে শিবকুমার জোর করে তাঁদের হোটেলে ঢুকতে চাইতে পারেন।
বুধবার সকালে সত্যিই শিবকুমার হোটেলে ঢুকতে চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁকে গেটে আটকে দেয়। তিনি বলেন, হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন। পুলিশ ঢুকতে না দিলে দীর্ঘ ছ’ঘণ্টা হোটেলের সামনে অপেক্ষা করেন। শেষে তাঁকে আটক করা হয়। এখন এই নাটকের শেষ কিভাবে হয়, তার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার অবধি।