ইতিমধ্যেই মোদী সরকারের গায়ে ‘গঙ্গা’-র তকমা লেগেছে। কারোর বিরুদ্ধে যত মামলাই থাকুক, বিজেপিতে যোগ দিলেই সে সাফ। এবার বিজেপির বিরুদ্ধে ‘আয়কর হানা’র জুজু দেখানোর অভিযোগ। কোটিপতি ব্যবসায়ীদের দলে টানতে তাঁদের বিরুদ্ধে আয়কর হানার ‘হুমকি’ দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশে একের পর এক ব্যবসায়ী বিজেপিতে নাম লেখানোয় এমনই অভিযোগ তুলেছে বিরোধীদলগুলি।
বিজেপিতে চলছে সদস্যপদ বাড়ানোর অভিযান। আগস্ট মাস পর্যন্ত চলবে এই মেম্বারশিপ ড্রাইভ। তার মধ্যেই অন্ধ্রপ্রদেশে বিজেপিতে নাম লেখাচ্ছেন একের পর এক ব্যবসায়ী। এঁদের মধ্যে রয়েছেন ভাইজাগ প্রোফাইলস-এর এমডি এবং ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস অ্যাসোসিয়েশনের প্রেসিডন্ট। বৃহস্পতিবারই বিজেপির রাজ্য সভাপতি কান্না লক্ষ্মীনারায়ণের উপস্থিতিতে এরা গেরুয়া দলে নাম লেখান। অন্ধ্রপ্রদেশে প্রধান বিরোধী দলের ক্ষমতা পেতে আগ্রহী ভারতীয় জনতা পার্টি। সেই কারণে যত বেশি সম্ভব সদস্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তারা। টিডিপি-র প্রাক্তন সাংসদ ও বিধায়কদের সঙ্গেও যোগাযোগ রাখছে বিজেপি।
এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, যেসব ব্যবসায়ীরা কস্মিনকালেও দক্ষিণপন্থী ছিলেন না তাঁরা হঠাৎ বিজেপিতে যোগ দিচ্ছেন কেন? ইতিমধ্যেই মোদী বিরোধী শিল্পী-সাহিত্যিক থেকে অধ্যাপক ব্যবসায়ীদের বাড়িতে সিবিআই-আয়কর হানা দিচ্ছে। বিরোধীদের অভিযোগ, এইভাবে গোয়েন্দা এবং আয়কর হানার জুজু দেখানো হচ্ছে ব্যবসায়ীদের। ফলে তাঁরা ভয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। অবশ্য বিজেপি নেতৃত্বের দাবি, ওই সব ব্যবসায়ীরা স্বেচ্ছায় গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন।