ফের যোগী রাজ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। কথা না শোনায় করা হল মারধর, গাড়ি ভাঙচুরও। উত্তর প্রদেশের উন্নাওয়ে এই ঘটনাটি ঘটেছে।
এই প্রসঙ্গে উন্নাওয়ের জামা মসজিদের ইমাম জানিয়েছেন, দুপুর বেলা। ১২-১৩ বছরের কয়েকজন মাদ্রাসার শীক্ষার্থী নমাজ পড়ার পর মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল। আচমকাই চারজন এসে ওই শীক্ষার্থীদের ‘জয় শ্রীরাম’ বলার জন্য জোর করে। শীক্ষার্থীরা তা না বলায় শুরু হয় মারধর। এমনকী সেখানেই না থেমে তাদের মোটরবাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
অভিযুক্ত চারজন বজরং দলের সদস্য বলে অভিযোগ জানিয়েছেন উন্নাওয়ের জামা মসজিদের ইমাম। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাদের ফেসবুক আইডি-তে লেখা রয়েছে তারা বজরং দলের সদস্য। জামা মসজিদের ইমাম দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।