বিশ্বকাপে ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। ৫ রানে ৩ উইকেট হারালে, যে কোনও দলের পক্ষে ম্যাচে ফেরা অসম্ভব। তবে ভারত লড়াইটা করেই গেছে। ভারতীয় ব্যাটিংয়ে মূল ভরসা টপ অর্ডার। দুই ওপেনার ব্যর্থ হলে, ভারতের পক্ষে লড়াই করা কঠিন হয়ে পড়বে জানাই ছিল।
কোহলি আউট হওয়ার পর ঋষভকে ৪ নম্বরে ব্যাট করতে নামানো একটু বোকামিই হয়েছে। ওখানেই ভারত ম্যাচ উপহার দিয়ে বসে নিউজিল্যান্ডকে। কেন ৪ নম্বরে ধোনি আসবে না? ধোনি যেমন মাটিতে বল রেখে শট খেলতে পারে, তেমনি তুলে মারার ক্ষেত্রেও দক্ষ। বড় ম্যাচের বড় ক্রিকেটার। বিশ্বকাপের মতো আসরে ৪ নম্বর জায়গা ধোনিকে দেওয়া যেত। মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
জাদেজার জন্যই ভারতকে কিন্তু লজ্জাজনক হারের মুখে পড়তে হল না। ওর ব্যাটিং নিয়ে সংশয়ের কোনও জায়গা নেই। বড় শট খেলতে পারে। জাদেজা যখন ক্রিজে এসেছিল উইকেট অনেকটা সহজ হয়ে গিয়েছিল। সুইং অনেকটা কমে গিয়েছিল। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তবে কালকের ম্যাচে জাদেজা ও ধোনি ভাল পার্টনারশিপ তৈরি করেছিলেন।