চলতি বিশ্বকাপে শচীন তেন্ডুলকরের রেকর্ডকে পিছন ফেলতে পারলেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। চেয়েছিলেন তাঁর রেকর্ড ভাঙা হোক কোনও ভারতীয়েরই ব্যাটে। কিন্তু বুধবার ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনালের দ্বিতীয় দিনে হতাশ করলেন ভারতীয় ওপেনার। ব্যক্তিগত ১ রানে ম্যাট হেনরির বলে উইকেটরক্ষক লাথামের হাতে ধরা পড়েন তিনি। অর্থাৎ, এই বিশ্বকাপে রহিতের সংগ্রহ ৬৪৮ রান। ২০০৩ বিশ্বকাপে শচীনের সংগ্রহ ছিল ৬৭৩ রান। এছাড়া এই আসরে লিটল মাস্টারের ঝুলিতে রয়েছে মোট ৬টি শতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান করে শচীনের কীর্তি স্পর্শ করেছিলেন রোহিত। কিন্তু সেমি-ফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ায় পূর্বসূরিকে অতিক্রম করা হল না তাঁর।
তবে রোহিত শর্মার প্রশংসা করেছেন শচীন। তাঁর বক্তব্য, “অনেক বছর আগে কিরণ মোরের মুখে প্রথম রোহিতের নাম শুনি। মোরে বলেছিল, এই ছেলেটির ব্যাটের স্যুইং দুর্দান্ত। এর উপর নজর রেখো। ঠিকই বলেছিল মোরে। এখনও পর্যন্ত রোহিতের সাফল্যের চাবিকাঠি ওর ব্যাটের স্যুইংই। পেন্ডুলামের মতো ব্যাটকে ব্যবহার করে রহিত প্রতিপক্ষের তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে”।
ক্রিকেট শেখার শুরুর দিনে বোলার হওয়ার লক্ষ্য ছিল রোহিতের। কিন্তু কোচের পরামর্শে ব্যাটিংয়ে মনোনিবেশ করে ও। বাকিটা এখন ইতিহাস। এই প্রসঙ্গে শচীনকে বলতে শোনা যায়, “রোহিত ব্যাটসম্যান হওয়ায় লাভ হয়েছে ক্রিকেটের। এই মুহূর্তে ওই একদিনের ফরম্যাটে সেরা ব্যাটসম্যান। আর এর জন্য রোহিতের কোচের দূরদর্শিতাকে বাহবা জানাতেই হবে”। চলতি বিশ্বকাপে দলের স্বার্থে নিজের ব্যাটিংকে বেশ খানিকটা বদল এনেছেন রহিত। শুধুই মারকাটারি নয়, প্রয়োজন অনুযায়ী স্থিতধী রূপও ধরতে দেখা গিয়েছে তাঁকে।