শহরের ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, পূর্ত দফতরের হাতে থাকা ব্রিজগুলির হাল এবার খতিয়ে দেখা হবে। বুধবার বিধানসভায় মন্ত্রী অরূপ মিত্র বলেন, মুম্বই এবং দিল্লির তিনটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।
মঙ্গলবার পরীক্ষার সময় উল্টোডাঙ্গা উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে। এর আগে ওই উড়ালপুল ভেঙে পড়ার পর যে যে অংশে মেরামতি করা হয়েছিল, তারই মধ্যে একাংশে ফাটল ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
বিরোধীরা রক্ষনাবেক্ষণ নিয়ে অভিযোগ তুললেও, সেই অভিযোগগুলি সরাসরি খারিজ করে দিয়ে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষায় ৩টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগের কথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গেছে, সংস্থাগুলির থেকে রিপোর্ট পেলেই রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।