বিধায়কদের রাজনৈতিক নাটক জারি রইলো কর্ণাটকে। বুধবার আরও ২ কংগ্রেস বিধায়ক পদত্যাগ করায় প্রবল চাপের মুখে পড়ল কংগ্রেস-জেডিএস সরকার। যদিও সেই ২ বিধায়কের ইস্তফাপত্র গ্রহণ করতে রাজি হননি অধ্যক্ষ রমেশ কুমার।
কুমারস্বামী সরকারের উপর চাপ বাড়াতে এদিন অধ্যক্ষ রমেশ কুমারের কাছে পদত্যাগপত্র জমা দেন কংগ্রেস বিধায়ক কে সুধাকর এবং এম টি বি নাগরাজ। কিন্তু পরিস্থিতি বুঝে তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেননি অধ্যক্ষ। তাঁদের শুনানির জন্য ১৭ জুলাই দেখা করতে বলেন তিনি।
অন্য দিকে, সরকারের উপর চাপ বাড়াতে বিক্ষুব্ধ বিধায়কদের পদত্যাগপত্র অবিলম্বে গ্রহণ করার জন্য রাজ্যপালের কাছে দরবার করতে অনুগামী বিধায়কদের নিয়ে দেখা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।