ভোট পরবর্তী অশান্তি বাংলার অব্যাহত। ফের তৃণমূল নেতা–কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খানাকুলের তাঁতিশাল পঞ্চায়েতের মাঝপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের অঞ্চল যুব সভাপতি আরেফুল আলি খাঁ, সুরত আলি খাঁ ও ইমাম আলি খাঁয়ের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
আরেফুল বলেন, “সোমবার রাতে একদল দুষ্কৃতী লাঠি, রড নিয়ে তাঁদের বাড়িতে ভাঙচুর চালায়। বাড়ির বৈদ্যুতিক লাইনের মিটার বক্স ভেঙে দেয়। পাথর ছুঁড়ে মারে। প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ভিতরে ঢুকতে না পারায় শেষ পর্যন্ত তারা পালিয়ে যায়”।
আরেফুলের দাবি, ওরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী। এখন এলাকায় সন্ত্রাস করে বেড়াচ্ছে। তিনি বলেন, “এখনও এ রাজ্যে শাসক দল তৃণমূল, এখানকার সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সব তৃণমূলের। তবুও কোনওদিন কখনও তৃণমূলের নেতা–কর্মীরা এখানে বিরোধীদের আক্রমণ করেনি। কিন্তু ওরা ক্ষমতায় না এসেই এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে”।