লোকসভা ভোটে কিছুটা আসন বৃদ্ধি পেতেই অত্যধিক বাড়বাড়ন্ত বিজেপির৷ বাংলা জুড়ে সন্ত্রাস অব্যাহত গেরুয়া শিবিরের৷ এবার তৃণমূলের দেওয়াল লিখনে কাদা লেপে দিল বিজেপি৷
২১ জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখেছিল তৃণমূল৷ এবার সেই দেওয়াল লিখনই মুছে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায়। রাতের অন্ধকারে হালিশহর পুরসভা এলাকায় ২১ শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমর্থনে লেখা দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই অঞ্চলের তৃণমূল কর্মীদের।
হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের বক্তব্য, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই দেওয়াল লিখন গুলো নষ্ট করে দিয়েছে। কোনও দেওয়াল সম্পূর্ণ সাদা রঙ দিয়ে চুনকাম করা হয়েছে, আবার কোনও দেওয়াল লিখনের উপর কাদা লেপে দেওয়া হয়েছে।
ওই তৃণমূল কর্মীদের বক্তব্য, এভাবে মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেসকে মুছে ফেলা যাবে না। যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি কর্মীরা । তাদের বক্তব্য, প্রমাণ ছাড়া মিথ্যা বদনাম দিচ্ছে তৃণমূল। তৃণমূলকে মানুষ সমর্থন করে না। এদিকে এই ঘটনার জেরে হালিশহর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বীজপুর থানার পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয় নি।