রাজ্যে শিল্পক্ষেত্রে বিদ্যুতের সংযোগ বৃদ্ধির হার ৩৯ শতাংশ বেড়েছে বলে বিধান সভায় জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তাঁর বক্তব্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এ রাজ্যে জোয়ার এসেছে তাই বিদ্যুতের এমন ক্রমবর্ধমান চাহিদা দেখা যাচ্ছে ৷
রাজ্যে শিল্পক্ষেত্রে বিদ্যুতের সংযোগ বৃদ্ধির হার ৩৯ শতাংশ বেড়েছে বলে বিধান সভায় দাবি করেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তাঁর বক্তব্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এ রাজ্যে জোয়ার এসেছে তাই বিদ্যুতের এমন ক্রমবর্ধমান চাহিদা দেখা যাচ্ছে ৷ তিনি এও উল্লেখ করেন গত চার বছরে একটাকাও বিদ্যুতের দাম বাড়াননি তাঁরা৷
বিধানসভায় বিদ্যুৎ দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যে বিদ্যুতের চাহিদা ১৬ শতাংশ বেড়ে গিয়েছে তারমধ্যে শিল্পক্ষেত্রে উপভোক্তা বৃদ্ধির হার রয়েছে ৩৯ শতাংশ ৷ তাই কারখানা নেই বলে বিদ্যুতের চাহিদা কম এমন অভিযোগ আদৌ ঠিক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ৷