গার্ডেনরিচ থেকে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর রাঁচিতে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল রেল। ফের বাংলাকে বঞ্চনার তোরজোড় শুরু করল মোদী সরকার।
রেল মন্ত্রক সূত্রের খবর, গত বছরের শেষ থেকেই এই নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে দ্বিমত ছিল শীর্ষ কর্তাদের। এখন লোকসভা নির্বাচন পর্ব মিটে গিয়েছে৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ফলে এখনই দক্ষিণ পূর্ব রেলের জোনাল অফিস স্থানান্তরের সঠিক সময় বলে মনে করছে রেল বোর্ড। ফলে স্থানান্তরের আলোচনা চলছে জোর কদমে।
ইতিমধ্যেই এই নিয়ে রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন৷ সামগ্রিক ভাবে তা কতখানি লাভজনক হতে পারে, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি। গার্ডেনরিচ থেকে রাঁচিতে রেল জোনের স্থানান্তরের বিষয়টি নিয়ে রেল মন্ত্রকে ভাবনা যে শুরু হয়েছে, নয়াদিল্লিতে তা জানিয়েছেন মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তাও৷
কিন্তু বাংলাকে এভাবে বঞ্চনা করা কেন? ওই রেল কর্তার কথায়, ‘দেশের রেল পরিষেবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে দক্ষিণ পূর্ব রেলের গার্ডেনরিচ সদর দপ্তর৷ ১৯৫৫ সালের ১ অগস্ট তারিখে কাজ শুরু করে এখনও পর্যন্ত দেশের ১৮টি রেল জোনের মধ্যে অত্যন্ত কার্যকরী ভূমিকায় রয়েছে এই জোনাল সদর দপ্তরের। এখন যদি দেখা যায় যে, রাঁচিতে দপ্তর স্থানান্তর করলে তা লাভজনক হবে এবং রেলের অপারেটিং রেশিওয় পরিবর্তন করা যাবে, তাহলে যাবতীয় আবেগকে দূরে সরিয়ে রেখে জোনাল সদর দপ্তর স্থানান্তরের এই প্রস্তাব অবশ্যই ভাবা যেতে পারে’।