ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। বিজেপির হিন্দু প্রেমের ফানুস ফাঁসিয়ে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খোদ। ক্ষুব্ধ স্বরে বললেন, ‘কৃষ্ণনগরে আরও কিছু হিন্দু মরুক। কৃষ্ণনগরের জন্য কোনও মায়া নেই। ওঁরা আমাদের ভোটে হারিয়েছেন। আমরা কিছু করতে পারব না কৃষ্ণনগরের জন্য’।
মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিলীপ ঘোষের মন্তব্যের এই ভিডিও। গলায় মালা পরে কোনও একটা সভা থেকে বেরিয়ে এভাবে উষ্মা প্রকাশ করেছেন দিলীপ। সাফ জানিয়ে দিয়েছেন, কৃষ্ণনগরের হিন্দুরা আমাদের ভোট দেয়নি। অতএব আমরাও ওদের জন্য কিছু করতে পারব না। অর্থাৎ হিন্দুরা ভোট না দিলে তাঁদের জন্য কিছু করতে রাজি নয় হিন্দুত্ববাদী বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপের এই মন্তব্য থেকে স্পষ্ট, বিজেপির হিন্দু প্রেম আসলে ভোট বাক্সের রাজনীতি।
লোকসভা ভোটে এবার বাংলায় যথেষ্ট ভাল ফল করেছে বিজেপি। ৪২ আসনের মধ্যে ১৮টি আসন পেয়েছে কেন্দ্রের শাসক দল। আর তৃণমূল পেয়েছে ২২ টি আসন। তবে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কাছে হেরে যান বিজেপির সত্যব্রত মুখার্জি। শুধু তাই নয়, ওই ভিডিওতে শোনা গেছে, দিলীপ ঘোষ বলছেন, ‘ওঁরা কল্যাণকেও হারিয়েছে। তাই কৃষ্ণনগরের মানুষের প্রতি কোনও মায়া নেই। লোক মরছে মরুক।’