রাজ্যের যেসব অধিবাসী ভিনরাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের ডেটা ব্যাঙ্ক তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে মমতা বলেন, সরকার ইতিমধ্যেই এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। শ্রম দফতরকে অবিলম্বে ওই ডাটা ব্যাঙ্ক তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব মানুষ জীবিকার জন্য রাজ্যের বাইরে যাচ্ছেন, তারাও যাতে নিজস্ব উদ্যোগে সরকারের কাছে নাম নথিভুক্ত করেন সে ব্যাপারে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘আমাদের সরকার ইতিমধ্যেই দেখছে বিষয়টা। যারা বাইরে চলে যাচ্ছেন তাদের জন্য আমাদের এটা করতে হবে। শ্রম দফতরকে অবিলম্বে বলব একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করার জন্য। যারা বাইরে যাবেন তাদের সেটিতে নাম নথিভুক্ত করতে হবে।’
প্রসঙ্গত, এদিন মেট্রো ডেয়ারি হস্তান্তর নিয়ে বিরোধী বাম কংগ্রেসের আনা মুলতবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় বিধানসভার প্রথমার্ধের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বাম ও কংগ্রেস সদস্যরা সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তারা সভা থেকে কিছুক্ষণের জন্য প্রতীকী ওয়াকআউটও করেন।