লোকসভা নির্বাচনের পর থেকে কর্ণাটক বিধানসভায় যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নাটকীয় পরিবর্তন ঘটল মঙ্গলবার৷ কংগ্রেস ও জেডিএস বিধায়কদের গণইস্তফা গ্রহণ করা হবে না বলে জানালেন কর্ণাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার৷ বললেন, এভাবে দেওয়া গণইস্তফা গৃহীত হবে না৷ প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখে তবেই ইস্তফা গৃহীত হবে৷
বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা প্রসঙ্গে এদিন স্পিকার জানান, ‘এই বিষয়ে নির্দিষ্ট কিছু আইন রয়েছে৷ আমাকে সেই আইন মেনে চলতে হবে৷ এরপরই আমি কিছু সিদ্ধান্ত নিতে পারব৷ আমাকে নিজের দায়িত্ব পালন করতে হবে৷’ এখানেই শেষ নয়, এরপর কেআর রমেশ কুমার আরও জানান, ‘আইনে বলছে, কোনও বিধায়ক ইস্তফা দিলে, সেই ইস্তফার কারণ যদি স্পিকারের যথাযোগ্য মনে হয়, তবেই তিনি তা গ্রহণ করবেন৷ নয়ত…আমি এখনও জানি না৷ আমি এখনও ভাল করে পড়িনি৷ আমাকে দেখতে হবে…৷’
এদিকে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া অধ্যক্ষের কাছে একটি আবেদন জানিয়ে বলেছেন, নিজের ইচ্ছেয় ইস্তফা দেননি কংগ্রেস বিধায়করা। বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে তাঁরা এই কাজ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষের কাছে আরজি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, শুধু বরখাস্ত করাই নয়, আগামী ৬ বছর তাঁদের ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক।