বাংলা জুড়ে সন্ত্রাস জিইয়েই রাখল গেরুয়া শিবির। এবার গলসিতে পঞ্চায়েতের উপপ্রধান ও অঞ্চল সভাপতির বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা৷ উপপ্রধানকে বাড়িতে না পেয়ে হামলা চালানো হল ছেলের ওপর৷ রেহাই পেলেন না উপপ্রধানের স্ত্রী৷ তাকেও পেটানো হয় বলে অভিযোগ৷
গলসির মোগলসিমা গ্রামে ভুড়ি পঞ্চায়েতের উপপ্রধান ও ভুড়ি অঞ্চলের সভাপতি সুবোধ ঘোষের বাড়িতে আচমকাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি জলের পাইপ লাইন, ইলেকট্রিক মিটার সহ বেশ কিছু জিনিস ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের মারে আহত হন সুবোধবাবুর স্ত্রী মাধবি ঘোষ, ছেলে পেশায় স্কুল শিক্ষক সুমন ঘোষ৷ সুমনবাবুর স্ত্রী নিবেদিতা ঘোষকেও মারধরের চেষ্টা করা হয়। সুবোধবাবু বাড়ি ঢুকেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার বিশাল পুলিশবাহিনি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও অবধি কাউকে গ্রেফতার না করা হলেও দোষীদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।