লোকসভা ভোটে হয়ত পরাজয় হয়েছে তাঁর কিন্তু তবুও মানুষের জন্যে কাজ করা থেকে বিরত হননি সুব্রত মুখোপাধ্যায়। বয়সকে উপেক্ষা করে এখনও যেভাবে দলের কাজে নিযুক্ত থাকেন তা সত্যিই প্রশংসনীয়। সোমবার পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগের বাজেট আলোচনায় সুব্রত জানালেন এক বছরে তৈরি করা হয়েছে ৫ হাজার কিলোমিটার রাস্তা।
সুব্রত বললেন, “ এক বছরে গ্রামে আমরা পাঁচ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি। কিছু কিছু গ্রামে কলকাতার থেকেও ঝকঝকে রাস্তা হয়েছে। পঞ্চায়েত কর্মী, আধিকারিকেরা সততা এবং সাহস আর ঝুকি নিয়ে এই সাফল্য এনেছেন”। সুব্রত আরও জানালেন, “ মমতা বলেছিলেন গ্রাম বাংলার ৮ কোটি মানুষের উন্নয়ন দেখতে চান। সে কাজই করে চলেছে আমাদের দফতর। ভবিষ্যতে গ্রামের উন্নতিকল্পে আমরা আরও কাজ করব”।