গেরুয়া শিবিরের পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক, এবং শহর সভাপতি সত্যজিৎ অধিকারীর বিরুদ্ধে ছবি-সহ পোস্টার পড়ল পুরুলিয়ায়। বিজেপির কর্মীরাই ক্ষুদ্ধ হয়ে পড়েছেন এনাদের বিরুদ্ধে। সোমবার সকালে বিজেপি দলীয় কার্যালয়ের বাইরে এই পোস্টারগুলি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পোস্টার গুলিতে বলা হয়েছে, ‘অন্যান্য পার্টির লোকেদের কাছ থেকে টাকা নিয়ে বিজেপিতে এনে কেন দলীয় কর্মীদের আঘাত দেওয়া হচ্ছে, বিদ্যাসাগর, বিবেক, সত্যজিৎ জবাব দাও’। যদিও এই অভিযোগ বেমালুম উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সাধারণ সম্পাদক-সহ শহর সভাপতি সত্যিজিৎ অধিকারী।