দিনকয়েক ধরেই কর্ণাটকের অ-বিজেপি সরকার ফেলতে ‘ঘোড়া কেনাবেচা’ শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এবার সেই কথাই সংসদে তুলে বিজেপিকে তুলোধোনা করল কংগ্রেস। কর্ণাটকের জোট সরকারের টালমাটাল দশা নিয়ে সোমবার লোকসভার জিরো আওয়ারে সরব হয় হাত শিবির। তারা অভিযোগ তোলে, বিজেপির এক সাংসদ কংগ্রেসের বিধায়কদের নিজের বিমানে মুম্বই নিয়ে গেছেন। হোটেলে তুলেছেন। নির্বাচিত সরকার ভাঙতে দল বদলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে বিজেপি। আর এর পেছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র।
কংগ্রেসের দাবি, বিজেপি শিকারি দলে পরিণত হয়েছে। তাদের ৩০৩ সাংসদ আছে। কিন্তু তাতেও পেট ভরেনি। বিজেপির পেট আর কাশ্মীরি গেট সমার্থক হয়ে উঠেছে। দল ভাঙানোর অভিযোগ এলেই বিজেপি খোঁচা দিয়ে থাকে, কংগ্রেস নিজেদের বিধায়কদের সামলাতে পারে না। কিন্তু এবার আগেভাগেই কংগ্রসের যুক্তি, যদি আমাদের কারও বাড়িতে কোনও নিরাপত্তারক্ষী না থাকে তাহলেও কোনও অবস্থাতেই চোরের সেগুলি চুরি করার অধিকার থাকে না।