লোকসভা ভোট মিটে গেলেও মেটেনি গেরুয়া শিবিরের সন্ত্রাস৷ নিয়ম করে রোজ তৃণমূলের ওপর আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির৷ এবার গেরুয়া সন্ত্রাসের মাত্রা ছাড়াল এতটাই যে তার জেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা৷
শক্তিগড়ের স্বস্তিপল্লীতে এক জমিতে বসবাসের জন্য ৮০ থেকে ৯০ হাজার টাকা কাটমানি চাওয়ার অফিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ সেই টাকা না দেওয়ায় পার্বতী পাল নামে এক মহিলার বাড়িতে ভাঙচুর চালানো হয়৷ বৃহস্পতিবার রাতে ফের একই ঘটনা ঘটে৷ চলে মারধর, গালিগালাজ৷ এই ঘটনায় তিনি অপমানিত বোধ করে একসঙ্গে প্রচুর সুগারের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷
এই ঘটনায় শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী রবীন পাল৷ রবীন জানিয়েছেন বিজেপি কর্মীরা এখানকার প্রায় ৭০ থেকে ৭৫টি বাড়িতে বসবাসের জন্য ৮০ থেকে ৯০ হাজার টাকা কাটমানি চেয়েছেন৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷