ফের সেই একই ঘটনা৷ আবারও তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ হল আরামবাগে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের দক্ষিণ নারায়ণপুর গ্রামে। দুষ্কৃতীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর সহকর্মীর ওপর হামলা চালায়। কোনওরকমে ছুটে পালিয়ে পঞ্চায়েত সদস্য রেহাই পান। কিন্তু দুষ্কৃতীরা তাঁর সহকর্মীকে ধরে বেধড়ক মারধর করে।
আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম দিলীপ পাল। তিনি আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। দিলীপবাবু জানান, আক্রান্ত পঞ্চায়েত সদস্যের নাম হরিপদ ঘোষ। তাঁদের দু’জনেরই বাড়ি দক্ষিণ নারায়ণপুর গ্রামে। পুড়া বাজার এলাকায় হরিপদবাবুর একটি দোকান আছে। রাতে সেই দোকান বন্ধ করে হরিপদবাবুর বাইকে দু’জনে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল মোড়ের কাছে তাঁরা যখন পৌঁছন তখন একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। তারপর মারধর শুরু করে। হরিপদবাবু কোনও রকমে ছুটে পালিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন। কিন্তু দুষ্কৃতীরা দিলীপবাবুকে ধরে ফেলে। এরপর লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাংকে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তে ভেসে যেতে থাকে তাঁর শরীর। তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এরপর দুষ্কৃতীরা পালিয়ে গেলে এলাকার মানুষ ও পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
দিলীপবাবু বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ওরা হুমকি দিচ্ছিল। এখানে ওখানে দেখা করার কথা বলছিল। কিন্তু আমি তাতে রাজি হইনি। তাই এদিন বাড়ি ফেরার সময় ওরা পরিকল্পনামাফিক হামলা চালায়। এই ঘটনায় যাতে থানায় অভিযোগ দায়ের করা না হয় সেজন্য দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে।’’