আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। আজ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পেট্রোল ও ডিজেলে বসবে সেজ। প্রতি লিটার পেট্রোল ও ডিজিলে সড়ক ও পরিকাঠামো সেস এবং বিশেষ অতিরিক্ত কর হিসাবে এক টাকা ধার্য করা হচ্ছে। এর ফলে আরও এক বার পেট্রোল ও ডিজেলে দাম বৃদ্ধি হল।
দেশের ওয়েল মার্কেটিং সংস্থা এইচপিসিএল, বিপিসিএল, আইওসি প্রত্যেক দিন পেট্রোল-ডিজেলের দামের সমীক্ষা করে থাকে ৷ প্রতিদিন সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয়ে থাকে ৷ ডলারের তুলনায় টাকার দামের উপর নির্ভর করে ঠিক করা হয়ে থাকে পেট্রোল ও ডিজেলের দাম ৷ পেট্রোলের দামের ৪৮ শতাংশ বেস প্রাইস, ৩৫ শতাংশ এক্সসাইজ ডিউটি, ১৫ শতাংশ সেলস ট্যাক্স, ২ শতাংশ কাস্টম ডিউটি ধরা হয়ে থাকে।
এ দিন বাজার খুলতেই বৃদ্ধি পায় ভারত পেট্রোলিয়ামের শেয়ার দর। তবে বাজেট চলাকালীন ২.৪২ শতাংশ পড়ে যায়। সোনা ও অন্যান্য ধাতুর লেনদেনেও শুল্ক চাপানো হয়েছে। তবে, গৃহঋণের ক্ষেত্রে হাঁফ ছেড়ে বাঁচতে পারেন মধ্যবিত্তরা। এ দিন অর্থমন্ত্রী বলেন, ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণে ছাড় বাড়ানো হচ্ছে। বড়লোকেদের উপর করের বোঝা চাপানো হয়েছে। বছরে এক কোটি টাকা পর্যন্ত নগদ তুললে ২ শতাংশ টিডিএস দিতে হবে।
