এবার পুজোয় আর চেনা ছন্দে পাওয়া যাবে না মহম্মদ আলি পার্ককে। চলতি বছরেই স্থান পরিবর্তন হতে পারে জন্য স্থান বদল হতে পারে মহম্মদ আলি পার্কের পুজো। পুরসভা সূত্রে খবর, ওই পার্কে একটি ভূগর্ভস্থ বড় জলাশয় রয়েছে। ব্রিটিশ আমলে ইটের কাঠামোয় তৈরি ওই জলাশয়ের অবস্থা খুবই দুর্বল। মাসখানেক আগে আচমকাই চারপাশে থাকা ইটের পাঁচিলের কিছুটা অংশ ভেঙে যায়। জল বেরিয়ে ভেসে যায় মহম্মদ আলি পার্ক চত্বর। এরপরেই পার্ক এবং জল সরবরাহ দফতরের ইঞ্জিনিয়াররা জলাশয় মেরামতির কাজ শুরু করেছেন।
সূত্রের খবর অনুযায়ী, সম্ভবত পার্কের উল্টোদিকে তারাচাঁদ দত্ত স্ট্রিটে পুজো করার প্রস্তুতি নিচ্ছে ক্লাব। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তাঁরা। পুরকর্তৃপক্ষের সম্মতি মিললে এবং পুলিস ভেরিফিকেসনের পরই জানানো হবে সিদ্ধান্ত। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে। যাদবপুরের বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, পুজোর সময় ওই চত্বরে যে পরিমান ভিড় হয় তাতে জলাধারের বাকি অংশও ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই মেরামতির আগে পার্কে পুজো বিজ্জনক হতে পারে। সেই মতো বৃহস্পতিবার কলকাতা পুর প্রশাসনকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছেন পুজো কমিটি। চলতি বছর পার্কে নয়, অন্যত্র পুজো করতে চায় বলেই পুরকর্তৃপক্ষকে জানিয়েছে ক্লাবের সভাপতি।