বিশ্বকাপের মতো টুনার্মেন্টে স্ত্রী ও বান্ধবীরা পাশে থাকলে সেটা পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে, না নেতিবাচক, তা নিয়ে ক্রীড়াবিজ্ঞানে নানা মুনির নানা মত। এখানে টিম ইন্ডিয়া অনুসরণ করছে ম্যাঞ্চেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার নীতি। যে নীতি বলে, ‘জীবনের কঠিনতম মুহূর্তে পাশে প্রিয়জনের থাকাটা কখনও নেতিবাচক হতে পারে না। বরং সেটাই বাড়তি হয়ে ওঠে বাড়তি মোটিভেশন।’
বিশ্বকাপের শেষ পর্যায়ে স্বামী বিরাটের সঙ্গে যোগ দিতে না দিতে টুনার্মেন্টে ‘ওয়াগস-’দের মধ্যে সুপারহিট অনুষ্কা শর্মা। লিডসের হোটেলে প্রায়ই পাপারাৎজিদের খপ্পরে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি-কে। তাতে অবশ্য উদাসীন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি। ছবি দিতে তাঁদের আপত্তি নেই। তা ছাড়া সোশ্যাল মিডিয়ায় দু’জনের সাম্প্রতিক ছবি ইতিমধ্যেই ভাইরাল। ইংল্যান্ডের ট্যাবলয়েডগুলোতেও উঠে আসছেন অনুষ্কা। যিনি এই মুহূর্তে কোনও ছবি করছেন না বা নতুন কোনও ছবি সইও করছেন না।
বোর্ডের নিয়ম অনুযায়ী মোট পনেরো দিনের বেশি ভারতীয় ক্রিকেটাররা এবার বিশ্বকাপের সময় স্ত্রীদের সঙ্গে থাকতে পারবেন না। এই নিয়ম মেনেই অনুষ্কা, মেয়ে সামাইরাকে নিয়ে রোহিতের স্ত্রী রীতিকা বা জিভাকে নিয়ে সাক্ষী ধোনিরা থাকছিলেন লন্ডনে। কিন্তু টিম সেমিফাইনালে উঠতে না উঠতে নীল জার্সির ‘ওয়াগস ব্রিগেড’ একত্রিত টিমের হয়ে বাকি ম্যাচগুলোয় গলা ফাটানোর জন্য। এখন তাঁরা ক্রিকেটারদের সঙ্গে টিম হোটেলে। টিম সেমিফাইনাল বার্মিংহ্যামেই খেলুক বা ম্যাঞ্চেস্টার, গ্যালারিতে ভারতের ওয়াগস ব্রিগেড থাকছেনই।
এরই মধ্যে বৃহস্পতিবার ছিল মহেন্দ্র সিং ধোনির নবম বিবাহবার্ষিকী। হোটেলে টিমমেট এবং ঘনিষ্ঠদের সঙ্গে একান্তে দিনটা কাটিয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস ধোনি। সেই এজবাস্টন ম্যাচ থেকই ভাইরাল গ্যালারিতে তেরঙা নিয়ে মেয়ে জিভা ধোনির চিৎকার, ‘গো ইন্ডিয়া গো।’ রোহিতের স্ত্রী রীতিকা টুনার্মেন্টের শুরু থেকেই মেয়ে সামাইরাকে নিয়ে ছিলেন লন্ডনে। এখন স্বামীর সঙ্গে। আর রোহিত তো বলেই ফেলেছেন, মেয়ে সামাইরার জন্যই বিশ্বকাপ তাঁর জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে। ‘মেয়ের জন্মের পরে আমি একটা অন্যরকম জোনে আছি। সেটা অনুভবও করতে পারছি। নিজেকে সৌভাগ্যবান বলতে হবে।’
টিমের সঙ্গে আছেন ভুবনেশ্বর কুমারের স্ত্রী নুপুরও। চোট সারিয়ে দারুণ ভাবেই টিমে ভুবি। শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা টুনার্মেন্টের শুরুতে আসতে পারেননি মেয়েদের পরীক্ষা থাকায়। পরের দিকে আসার কথা ছিল। শিখর নিজে বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে যাওয়ায় তিনি এ বার টিমের সঙ্গে নেই। ফলে নেই শিখরের দস্যি ছেলে জোরাবর।
অন্য দেশের ক্রিকেটারদের মধ্যে সুপারহিট ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। এই বিশ্বকাপের মধ্যেই এ দেশে জন্মেছে ওয়ার্নারের তৃতীয় কন্যা। তৃতীয় সন্তানের জন্ম বিশ্বকাপের সময়ই হোক, চেয়েছিলেন ওয়ার্নার। এবার সন্তানের জন্মটা সেলিব্রেট করতে চান কাপ জিতে। ক্যান্ডিস এখন স্বভাবতই মাঠে থাকছেন না, কিন্তু মাঠে অজিদের ওয়াগস বাহিনীর নেতৃত্বে অ্যামি ফিঞ্চ। ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের স্ত্রী অ্যামি প্রায়ই ট্যাবলয়েডের পাতায় আসছেন শিরোনামে। বিশ্বকাপ শেষ হলে এখানে অ্যাসেজ সিরিজে খেলার কথা অস্ট্রেলিয়ার। ফলে টানা চার মাস অজি ক্রিকেটাররা এ দেশে থাকবেন। অজি বোর্ড স্ত্রীদের থাকার জন্য ঢালাও ছাড়পত্র দিয়েছে।
ইংল্যান্ডের একটা ফ্যাশন ওয়েবসাইট এ বারের বিশ্বকাপে সেরা দশ ওয়াগসের যে তালিকা করেছে, তাতে ভারত থেকে আছেন অনুষ্কা। কিন্তু সেরা দশের মধ্যে এ ছাড়াও উঠে এসেছেন বাংলাদেশের সাকিব আল হাসানের স্ত্রী উম্মি আমেদ শিশির। বাংলাদেশ শেষ পর্যন্ত শেষ চারে যেতে না পারলেও গোটা বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্স সাকিবের। তবে টিমের ভিতরের খবর, বাংলাদেশের বাকি ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে দূরত্ব রেখেই চলেন শিশির।