দাদা রাহুলের পদত্যাগের সিদ্ধান্তে গর্ব অনুভব করছেন বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। গদি আঁকড়ে থাকার মোহ যখন গ্রাস করেছে ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে, তখন দাদা রাহুল গাঁধীর সিদ্ধান্তে দৃশ্যতই গর্বিত তিনি। তাঁর মনে হয়েছে, রাহুলের সিদ্ধান্ত তাঁর ‘সাহসেরই বহিঃপ্রকাশ’। সে জন্য দাদার প্রতি গভীর শ্রদ্ধাও প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা।
বোনকে পাশে পাওয়ার দিনে আরও একটি সুখবর পেয়েছেন সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক কর্মীর দায়ের করা মানহানির মামলায় রাহুলের জামিন মঞ্জুর করেছে মুম্বইয়ের আদালত। উৎসাহিত রাহুল এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘নানা দিক থেকে আমাকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু লড়াই জারি থাকবে। লড়াইটা আমি খুব উপভোগ করছি। গত পাঁচ বছরে যতটা লড়াই করেছি, এ বার লড়ব তার দশ গুণ।’’
রাহুলের মধ্যে সেই লড়াইয়ের ‘স্পিরিট’টা গত কালই দেখতে পেয়েছেন বোন প্রিয়ঙ্কা। ভোট-ভরাডুবির যাবতীয় দায় নিয়ে বুধবার টুইটে জনতার উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধী। রাহুলের গত কালের সেই টুইটই এ দিন রি-টুইট করে দাদাকে শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়ঙ্কা। এ দিন তাই নিজের টুইটে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা লিখেছেন, ‘‘খুব অল্প লোকেরই এমন সাহস রয়েছে, যা তুমি দেখালে। তোমার সিদ্ধান্তের জন্য আমার গভীর শ্রদ্ধা রইল।’’