গতকাল রাতে বীরভূমের দাঁড়কা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী আবাসনে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুটি পরিত্যক্ত ঘর। বিস্ফোরণের জেরে ভেঙেছে পাশের একটি ঘরের টিনের চালও। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
স্থানী সূত্রে খবর, বুধবার রাত ২টো ৩০ মিনিট নাগাদ হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে বিস্ফোরণে ঘটনা দেখেন স্থানীয়রা। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশ ক্যাম্প। তার পরেও এই বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকায় নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। কী ভাবে ওই কর্মী আবাসনের পরিত্যক্ত ঘরে বোমা মজুত করা হল তা তদন্ত করে দেখছে গোয়েন্দা দল।
একইসঙ্গে বিস্ফোরণটি বোমা ফেটে না অন্য কোনও কারণে হয়েছে তাও তদন্ত করেছেন তারা। পাশাপাশি পরিত্যক্ত আবাসনের ঘরগুলি চাবি কার কাছে থাকত সেই নিয়েও উঠেছে প্রশ্ন। প্রতিদিন এই স্বাস্থ্য কেন্দ্রে আসেন শতাধিক মানুষ। যদি দিনের বেলা এই বিস্ফোরণ হত, তাহলে প্রাণ যেতে পরাত অনেক মানুষের, বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা।
গত সপ্তাহেই এই বীরভূমেরই মল্লারপুরে একটি ক্লাবে এই একই রকমের একটি বিস্ফোরণ ঘটে। ২০১৭ সালেও এই দাঁড়কা গ্রামেই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু এবার এক সপ্তাহের মধ্যে বীরভূমের দুটি এলাকায় ঘটে গেল বড় বিস্ফোরণ। যা নিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে নানা প্রশ্ন।