তৃণমূল নেতা উদয়ন গুহকে দেওয়া খুনের হুমকি ঘিরে ফের উত্তপ্ত হলো দিনহাটা। সোশ্যাল মিডিয়ায় এক বিজেপি নেতার পোস্ট ঘিরে শুরু হয়েছে ঝামেলা। সোমবার রাতে ফেসবুকে পোস্টের মাধ্যমে এক বিজেপি নেতা তাঁকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন দিনহাটার তৃণমূল বিধায়ক। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হলেন উদয়ন গুহ।
বাড়ি থেকে তিনি যাতে বের না হন, সেইজন্য এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক। তবে অভিযুক্ত বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার অবজার্ভার আনোয়ার হোসেন এই অভিযোগ অস্বীকার করেন। কাউকে খুনের হুমকি দেননি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সেই জেলার পুলিশ সুপার নিম্বালকর সন্তোষ উত্তম রাও জানান, বিধায়কের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সমস্ত দিক গুরুত্ব দিয়ে বিচার করে উপযুক্ত ব্যবস্থা নেবে।
কয়েকদিন আগেই দিনহাটার বিধায়ককে হেনস্তা করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। উদয়নবাবুর গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানা গিয়েছে। তারপর এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের। এদিকে বারবার তৃণমূল বিধায়ক আক্রমণের নিশানা হওয়ায় আতঙ্কিত জেলা দলীয় নেতা-কর্মীরাও।
এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সোমবার রাতে বিজেপির কোচবিহার জেলার সংখ্যালঘু মোর্চার অবজার্ভার আনোয়ার হোসেন নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘‘দিনহাটা বিধানসভা কেন্দ্রের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন, খুনি উদয়ন গুহ যে এলাকায় ঢুকবে, সেখানেই তাঁর বকেয়া হিসাব নিকাশ বুঝিয়ে দেবেন।’’ এরপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। শুরু হয় ঝামেলা। যার ফলে পুলিশের দ্বারস্থ হতে হয় বিধায়ককে।