জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ার একটি বেসরকারি স্কুলের শিক্ষকের আচরণ পুরোপুরি উন্মাদের মতো, যা দেখে শিউড়ে উঠছেন পড়ুয়া, অভিভাবক-সহ সাধারণ মানুষ৷ তিনি আদৌ শিক্ষক নাকি কসাই তাই নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ছোট ছাত্রের গলায় রীতিমত কুঠার ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দিচ্ছেন ‘স্যার’৷ বলছেন, আচরণ ঠিক না করলে তিনি হত্যা করবেন৷ ভিডিওটি স্বভাবতই তোলপাড় ফেলে দিয়েছে৷
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হান্দওয়াড়ার ওয়াগত গ্রামের ব্রাইট ফিউচার এডুকেশন ইনস্টিটিউট নামে একটি বেসরকারি স্কুলের শিক্ষক বেশ কয়েকজন ছাত্রকে একটি ঘরে ঢুকিয়ে আটকে রেখেছেন৷ তাদের প্রত্যেকের বয়সই দশের আশেপাশে৷ তাদের মধ্যে একজনকে ডেকে মেঝেতে শুইয়ে তার গলায় একটি কুঠার ধরে রেখেছেন৷ এমনভাবে কুঠারটি তিনি ঘোরাফেরা করাচ্ছেন যে মনে হচ্ছে এক্ষুণি বোধহয় তা চালিয়ে দেবেন৷ ‘স্যার’এর এই রূপ দেখে আতঙ্কিত কচি পড়ুয়া তারস্বরে চিৎকার করছে৷ তীব্র আতঙ্কে রয়েছে অন্য পড়ুয়ারাও৷
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিক্ষককে নিয়ে হাজারও প্রশ্ন উঠেছে৷ নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও৷ ছোট ছোট বাচ্চাদের মনের উপর এমন চাপ তৈরি করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে৷ এছাড়া তাঁর কার্যকলাপও সন্দেহের উর্ধ্বে নয়৷ কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত কি না, ছোটদের জেহাদের মন্ত্রে উদ্বুদ্ধ করার কোনও কৌশল চালাচ্ছেন কি না, এসব প্রশ্নও উঠছে৷ তাঁকে হেফাজতে নিয়ে সবটা জানার চেষ্টায় রয়েছে পুলিশ।