মাউন্ট এলবুর্জের শীর্ষে পা রাখলেন প্রথম বঙ্গকন্যা। ৫,৬৪২ মিটার উঁচু ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তরুণী স্বরূপা মন্ডল। জুন মাসে এই শৃঙ্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন স্বরূপা। বুধবার ভোরবেলা এলবুর্জের চূড়ায় পৌঁছে যান তিনি।
২০১৩ সালে মাধ্যমিক পাশ করেন বেগরি হাইস্কুল থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেন ঝাঁপরদা ডিউক ইনস্টিউট থেকে। জগতবন্ধু কলেজ থেকে ভূগোল ও শারীরশিক্ষা নিয়ে স্নাতক হন। তার লক্ষ্য যে পাহাড় বা অ্যাডভেঞ্চার স্পোর্টস স্বরূপার পড়াশোনার বিষয়তেই স্পষ্ট। সঙ্গে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা মাস্টার্স কোর্স করেছেন। চলতি বছরেই উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে ট্রেনিং নিতে শুরু করেন। সেখানে পর্বতারোহীদের খুঁজে সুরক্ষিত জায়গায় নিয়ে আসার ট্রেনিং নেন। সঙ্গে চলেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের কাজ। বলা যেতে পারে ভিত শক্ত করেই প্রায় ৬ হাজার মিটার উচ্চতার শৃঙ্গে গিয়েছিলেন স্বরূপা মন্ডল এবং এসেছে সাফল্য।
গ্রামীণ হাওড়ার ডোমজুরের বেগড়ী গ্রামের মেয়ে স্বরূপা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাহাড়ে চড়া। সেই স্বপ্ন নিয়েই স্বরূপা ভরতি হন হিমালয়ান মাউন্টেনিয়ারিং স্কুলে। সেখান থেকে অ্যাডভান্স ট্রেনিং নেন তিনি। পাশ করেন ২০১৬ সালে। তার আগে ২০১৫ সালে সেখান থেকেই বেসিক কোর্স সম্পূর্ণ করেন। ট্রেনিং নেওয়ার পর তিনি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরে কাজ করতে শুরু করেন।