বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন আসানসোলে পানীয় জলের গাড়ি নাকি আটকে দিচ্ছে তৃণমূল। এই কথার পরিপ্রেক্ষিতে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বলেন, “মিথ্যে কথা বলার জন্য নোবেল প্রাইজ পাবেন বাবুল”। ভোটের মুখেই আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান যে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্যে যে প্রকল্প নেওয়া হয়েছে তার প্রথম পর্যায়ের কাজ শেষ, এপ্রিল-মে মাস থেকেই শুরু হবে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ায় কাজ।তার জন্যে নেওয়া হয় আবেদন পত্র।
আসানসোলে জলের সমস্যা দীর্ঘদিনের৷ গরম পড়লেই সেখানে জলের সঙ্কট তীব্র হয়৷ এবারও জলের সমস্যা রয়েছে। বাবুল সুপ্রিয়র অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি৷ তিনি বলেন, “অসত্য কথা বলার জন্য আমাদের কাছে যারা আসেন আমরা তাঁদের যথাসাধ্য সেবা করার চেষ্টা করি৷ ওনাকেই মানুষ যদি খুঁজে পান না তাহলে কি সেই দোষ আমাদের? উনি বরং চেষ্টা করুন প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়াতে৷”