প্রথম মোদী সরকারের আমলে দলে থেকেও বারবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। তাঁর একাধিক বিতর্কিত মন্তব্য বারবারই খবরের শিরোনামে এনেছে তাঁকে। তবে খবর, দ্বিতীয় মোদী সরকারের সঙ্গেও তেমন বনিবনা হচ্ছে না বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। যার ফলে আগের মতোই কড়া সমালোচনার পাশাপাশি ফের এক বোমা ফাটালেন তিনি। আর এবার তা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই।
প্রবীণ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে গুরুত্ব দেন না। আর তাই এই বছরের শেষে তিনি চীনে চলে যেতে পারেন। যেখানে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। টুইটারে স্বামী লেখেন, ‘চীনের বিখ্যাত শিঙ্গুয়া বিশ্ববিদ্যালয় আমাকে আমন্ত্রণ জানিয়েছে একটি বিষয়ের ওপরে বক্তৃতা দেওয়ার জন্য। বিষয়টা হল, চীনের অর্থনৈতিক উন্নয়ন গত ৭০ বছরের পর্যালোচনা। যেহেতু নমো আমার মতামত শুনতে ইচ্ছুক নন, তাই আমি চীনে চলে যেতে পারি।’
স্বাভাবিকভাবেই এই টুইটের পর জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ তাঁকে দেশ ছাড়তে নিষেধ করেছেন। আবার অন্যরা প্রকৃত কারণ জিজ্ঞেস করছেন। প্রসঙ্গত, বরাবরই এই প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রের বিভিন্ন নীতির কড়া সমালোচক হিসেবেই পরিচিত। অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে একাধিকবার খড়্গহস্ত হয়েছেন তিনি। আবার গান্ধী পরিবারের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রেও জুড়ি মেলা ভার স্বামীর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে এই আরএসএস ঘনিষ্ঠ নেতার দেশত্যাগের ইচ্ছেপ্রকাশ মোদীর অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।