লোকসভা ভোটের আগে থেকেই বাংলা জুড়ে সন্ত্রাসের আবহ সৃষ্টি করেছিল গেরুয়া শিবির৷ ভোট মেটার পরেও যা অব্যাহত৷ রোজ কোথাও না কোথাও গেরুয়া আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা৷ এবার বর্ধমানের এক দরগায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে৷ আর এর সঙ্গেই ফের প্রমাণিত বিজেপির সংখ্যালঘু বিদ্বেষ৷
বর্ধমান শহরের ঐতিহ্যবাহী হযরত পীর খক্কর শাহ্ দরগায় তালা দেওয়া নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এভাবে তালা ঝুলিয়ে দেওয়ায় গোটা এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলার সাহাবুদ্দিন খান জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই মাজারের কর্তৃত্ব দখল করার জন্য স্থানীয় কিছু বিজেপি নেতা চেষ্টা চালাচ্ছিল। তাঁর দাবি এই কাজ বিজেপিরই।
এই ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ হাজির হয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলে তালা ভেঙে দেয়৷ প্রসঙ্গত, এই খক্কর শাহ্ মাজার সমস্ত সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র জায়গা হিসাবে চিহ্নিত।