বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর পেশ করা তথ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক এবং তার আওতায় থাকা দপ্তরগুলিতে ফাঁকা পড়ে রয়েছে প্রায় ৭ লক্ষ পদ। সবথেকে বেশি শূণ্যপদের সংখ্যা রয়েছে রেলে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি মোদীর বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতিতেই বড়সড় প্রশ্ন চিহ্ন উঠতে চলেছে?
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার লোকসভায় যে তথ্য পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে, সারা দেশে সরকারি ক্ষেত্রে মোট অনুমোদিত পদের সংখ্যা ৩৮ লক্ষ ২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ধরা হয়েছে তিনটি ক্যাটিগরিকে। গ্রুপ এ (গেজেটেড), গ্রুপ বি (গেজেটেড), গ্রুপ বি (নন-গেজেটেড) এবং গ্রুপ সি (নন-গেজেটেড)। মোট অনুমোদিত পদের মধ্যে ৩১ লক্ষ ১৮ হাজার ৯৫৬টি পদে সরকারি কর্মী রয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মোট ৬ লক্ষ ৮৩ হাজার ৮২৩টি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী পেশ করা তথ্য থেকে দেখা যাচ্ছে, রেলে শূন্যপদের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি। ২ লক্ষ ৫৯ হাজার ৩৬৯টি। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক এবং তার আওতায় থাকা দপ্তরগুলির মধ্যে সবথেকে বেশি অনুমোদিত পদ রয়েছে রেলমন্ত্রকেই। রেলে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৫ লক্ষ ৭ হাজার ৬৯৪টি।
কর্মী রয়েছেন মোট ১২ লক্ষ ৪৮ হাজার ৩২৫টি পদে। রেলমন্ত্রকের পরে সবথেকে বেশি অনুমোদিত পদ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। ১০ লক্ষ ২০ হাজার ৬৩১টি। অথচ স্বরাষ্ট্র মন্ত্রকে শূন্যপদ রয়েছে মাত্র ৭২ হাজার ৩৬৫টি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারের পেশ করা তথ্য থেকে জানা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রকে শূন্যপদের সংখ্যা মোট ১ লক্ষ ৮৭ হাজার ৫৪টি। এখানে মোট অনুমোদিত পদের সংখ্যা ৫ লক্ষ ৮৫ হাজার ৪৭৬টি। শ্রমমন্ত্রকে শূন্যপদের সংখ্যা ২ হাজার ২৬৬টি। এদিন গঙ্গওয়ার লিখিতভাবে জানিয়েছেন, ‘২০১৮ সালের ১ মার্চ পর্যন্ত ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে শূন্যপদের এই বিস্তারিত খতিয়ান পেশ করা হয়েছে।’