এজবাস্টনে আজ ভারত এবং বাংলার লড়াই৷ প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে আছে বাংলাদেশ৷ শাকিব জ্বলে উঠছেন সব ম্যাচেই৷ আজ ভারতের বিরুদ্ধে কেমন হতে চলেছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ? দেখে নেওয়া যাক এক নজরে৷
বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে বহু ম্যাচে ভালো স্টার্ট দিয়েছেন। তাই ভারতের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোন সংশয় থাকার কথা নয়৷ অন্যদিকে লিটন খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট তিনি খেলছেন না। কিন্তু তাঁর ব্যাটিং দেখলে তা বোঝার উপায় নেই৷ ওপেনিংয়ে নেমে সতীর্থ তামিম ইকবালকে যোগ্য সঙ্গত দেন।
এই বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবার আগে শাকিব। বল হাতে আগে তো দুর্দান্ত পারফরম্যান্স করতেনই। এখন দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন শাকিব। এর পরেই আসেন মুশফিকুর রহিম৷ বাংলাদেশের আর এক তারকা ব্যাটসম্যান ও মাঝের ওভারের অন্যতম ভরসা মুশফিকুর। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ৮৩ রানের ইনিংস খেলেন যা বাংলাদেশের বড় জয়ের অন্যতম কারণ।
ভারতের বিরুদ্ধে এক জন অতিরিক্ত ব্যাটসম্যান খেলিয়ে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে চাইবেন অধিনায়ক মর্তুজা। সে ক্ষেত্রে সাব্বির রহমানের খেলার সম্ভাবনাই বেশি।বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে অন্যতম মাহমুদউল্লাহ। তাই ভারতের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতাকে অবশ্যই কাজে লাগাতে চাইবে অধিনায়ক মর্তুজা।
আগের আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে এবং বলে ভাল অলরাউন্ড পারফরম্যান্স করেন মোসাদ্দেক হোসেন৷ মহম্মদ সইফউদ্দিন- বাংলাদেশের অন্যতম সেরা বোলার মহম্মদ সইফউদ্দিন। শেষে এসে ব্যাটও করতে পারেন ভালই।। তাঁর দলে থাকা নিয়েও সংশয় নেই।
শাকিব ছাড়া আর যে স্পিনারের উপর বাংলাদেশ ভরসা করে, তিনি হলেন মেহেদি হাসান। আফগানিস্তানের বিরুদ্ধে ভালো বল করেও কোন উইকেট পাননি। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে নজর থাকবে তাঁর উপর৷ বাংলাদেশের পেস আক্রমণের দায়িত্ব মুস্তাফিজুরের হাতেই। তাঁর অফ কাটারের সামনে অনেক তারকা ব্যাটসম্যানদেরও আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে। ভারতের বিরুদ্ধে তাঁর অফ কাটার কতটা কাজে দেয় সেটাই দেখার।
মাশরাফি মর্তুজা, বর্তমানে বাংলাদেশের সাফল্যের পেছনে অধিনায়ক মাশরাফি মর্তুজার অবদান ভোলার নয়। বাংলাদেশ আজ বিশ্ব ক্রিকেটে যে যায়গায় পৌঁছেছে তাতে নিঃসন্দেহে অধিনায়ক মর্তুজার বড় কৃতিত্ব আছে। ভারতের বিরুদ্ধে অধিনায়ক কীভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেন সেটাই দেখার৷