এবার শুধু মিড ডে মিল নয়। রাজ্য জুড়ে অপুষ্টিতে ভোগা শিশুদের প্রাতঃরাশ এবং দুপুরের খাবারের সঙ্গে আলাদা করে একটি করে ফুড প্যাকেট দেওয়ারও ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। স্কুলে খাওয়া ছাড়াও বাড়িতে নিয়ে গিয়ে বিকেলে খাওয়ার জন্য ওই নতুন ফুড প্যাকেটের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। এই ফুড প্যাকেট বিতরণের ফলে রাজ্য জুড়ে শিশুদের মধ্যে বেড়ে চলা অপুষ্টিতে লাগাম দেওয়া যাবে বলে মনে করছে সরকার।
রাজ্যের বাচ্চারা সরকারি স্কুলে মিড ডে মিল খেয়েও অপুষ্টিতে ভুগছে। প্রশ্ন ছিল, এ বিষয়ে সরকার পরবর্তীতে কিছু ভেবেছে কি না। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেনিট সার্ভিসেস (আইসিডিএস)-এর নতুন উদ্যোগের কথা, যাতে বাচ্চাদের বাড়িতে-বাড়িতে পুষ্টিকর খাবারের প্যাকেট দেওয়া হবে।
মন্ত্রী শশী পাঁজা জানান, প্যাকেটবন্দি এই খাবার হবে রেডি টু ইট। যা কি না বাড়ি গিয়ে হেল্থড্রিঙ্কের মতো জলে গুলে খাওয়া যাবে। গম, বাদাম, ছোলা এবং চিনি দিয়ে তৈরি হবে এই ফুড প্যাকেটের খাবার। একটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই খাবারের প্যাকেট তৈরির কাজও চলছে ইতিমধ্যেই। এক সরকারি কর্তা জানান, পুজোর আগেই আপাতত দু’টি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে এই ব্যবস্থা। তার পরে তা ঠিকঠাক চললে, সারা রাজ্য জুড়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই এই খাবার দেওয়া চালু হয়ে যাবে।
সরকারি সূত্রের খবর, বর্তমানে রাজ্যের অঙ্গনওয়ারিতে মোট ৭৭ লক্ষ বাচ্চা খাওয়াদাওয়া করে রোজ। তাদের মধ্যেই অনেকে ভুগছে অপুষ্টিতে। তবে এই নতুন এই ফুড প্যাকেটের ব্যবস্থা অবশ্য শুধু অপুষ্টিতে ভোগা বাচ্চাদের জন্য নয়, সকলের জন্যই। কিন্তু সব বাচ্চাদের ব্রেকফাস্টে এই ফুড প্যাকেট দেওয়া হলেও অপুষ্টির বাচ্চাদের জন্য আরও একটি করে প্যাকেট অতিরিক্ত দেওয়া হবে বিকেলে বাড়ি নিয়ে গিয়ে খাওয়ার জন্য।