আজ বিশ্বকাপে মুখোমুখি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। খাতায়-কলমে এখনও সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যায়নি শ্রীলঙ্কার সামনে৷ তবে অঙ্কটা জটিল। আর এতটাই জটিল যে, কার্যত চলতি বিশ্বকাপের শেষ চারে যাওয়া অসম্ভব শ্রীলঙ্কার৷ ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই বিশ্বকাপের লিগ পর্যয় থেকেই নিজেদের বিদায় নিশ্চিত করেছে৷ স্বাভাবিকভাবেই বিশ্বকাপে দু’দলের মুখোমুখি লড়াই নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে৷
এই লড়াইয়ে টস ভাগ্য সঙ্গ দেয় ওয়েস্ট ইন্ডিজকে৷ টস জিতে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে৷ শ্রীলঙ্কা অধিনায়ক করুণারত্নেও টস জিতলে শুরুতে বোলিং করতে চাইতেন বলে মন্তব্য করেন৷ তিনি বলেন, “টস জিতলে প্রথমে বল করতে চাইতাম৷ আমরা টুর্নামেন্টে আড়াইশো রান টপকাতে পারছি না৷ কেউ সেঞ্চুরি পাচ্ছে না৷ টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় বোঝাতে এগুলিই যথেষ্ট৷ বিশ্বকাপ শেষ হলে আমাদের বসে আলোচনা করতে হবে এবং ভভিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে৷ আপাতত আমাদের লক্ষ্য থাকছে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে”।
রিভারসাইড গ্রাউন্ডের তাজা পিচে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেও হোল্ডার স্পষ্ট জানান যে, এখানে বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের৷ তিনি বলেন, “সফল হওয়ার সুযোগ রয়েছে৷ নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে৷ ব্যাটসন্যাবদের এমনটাই বলেছি৷ এটা সম্মানরক্ষার লড়াই হলেও আমরা নিখুঁত ক্রিকেট উপহার দিতে চাই৷ পিচ দেখে দারুণ মনে হচ্ছে৷ বেশ তাজা দেখাচ্ছে বাইশগজ”।