হঠাৎ রাস্তার ধারের জঙ্গল থেকে বেরিয়ে এল একটি বাঘ। তাড়া করল দুই বাইক আরোহীকে। বাঘের থাবা থেকে বাঁচতে প্রাণপনে বাইক ছোটালেন তাঁরা। ছুটতে ছুটতে হঠাৎ বাঘটি দিক পাল্টে ঢুকে গেল রাস্তার পাশের ঘন জঙ্গলে। হাফ ছেড়ে বাঁচলেন দুই বাইক আরোহী।
না না কোনো সিনেমার শ্যুটিং নয়। ঘটনাটি সত্যিই ঘটেছে কেরল কর্নাটকের সীমানার কাছে। ঘটনাস্থল পুলপাল্লি-সুলতান বাথেরি হাইওয়ে। জঙ্গলের মধ্যে সবুজে ঘেরা এই হাইওয়ে দিয়ে বাইকে চেপে ছুটে যাচ্ছিলেন দুই আরোহী। হঠাৎই তাঁদের তাড়া করে একটি বাঘ। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে কেরলের ওয়ানাড ডিভিশনের ছেতালাথ রেঞ্জে। সেই ঘটনার ভিডিয়ো ওয়ানাড অভয়ারণ্যের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে রবিবার আপলোড করা হয়েছে। তার পরই ভাইরাল হয়েছে সেটি।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হতেই তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। বাঘের খপ্পরে পড়েও ঘাবড়ে না গিয়ে দ্রুততার সঙ্গে বাইক চালিয়ে বেড়িয়ে আসার জন্য নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছেন ওই দুই বাইক আরোহী।