এবারের লোকসভা ভোটে জয়ের হ্যাট্রিক করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এখন পাখির চোখ ২০২১ সালে বিধানসভা ভোট৷ তাই দলকে আরও সুগঠিত করে তুলছেন সব নেতাকর্মীরাই৷ এবার পুরনো কর্মীদের দলে ফেরার ডাক দিলেন কল্যাণ৷
পুরনো কর্মীদের দলে ফেরান এবং আগামী এক বছরের মধ্যে সব বাড়িতে গিয়ে জনসংযোগ বৃদ্ধির নির্দেশ দিলেন কল্যাণ৷ শনিবার মুন্সিরহাটে এক অনুষ্ঠানে গিয়ে দলের কর্মীদের নির্দেশ দেন পুরনোদের দলে ফেরাতে৷ একইসঙ্গে তিনি এও বলেন যে রোজ দলীয় কার্যালয় খুলে মানুষের অভাব-অভিযোগ শুনতে৷ তৃণমূল যে সবসময় মানুষের পাশে আছে এই বার্তাই দিলেন কল্যাণ৷