রথ বাংলার অন্যতম এক উৎসব৷ তবে এবারের রথটা হবে অন্যান্যবারের তুলনায় আরও অনন্য৷ রথযাত্রায় মেলবন্ধন ঘটতে চলেছে বাংলা এবং উড়িষ্যার৷
উড়িষ্যার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বাংলার মানুষের সামনে তুলে ধরতে কলকাতায় হতে চলেছে উড়িষ্যা ফেস্টিভ্যাল৷ উৎকলার উদ্যোগে সেন্ট্রাল পার্ক থেকে স্বভূমি অবধি হবে রথযাত্রাও৷ রথের সঙ্গে থাকবে বর্ণময় শোভাযাত্রাও৷ থাকবে বহরমপুরের রণপা, ঘুমরা লোকনৃত্য এবং কীর্তনের দল৷
কলকাতা প্রেসক্লাবে উৎকলার সভাপতি কাশীনাথ বেহরা জানান, ২০০৩ সাল থেকে রথযাত্রা এবং উড়িষ্যা উৎসব করা হচ্ছে৷ এবছরে জাঁকজমকের সঙ্গে উৎসব হবে৷ বহু শিল্পীরা অনুষ্ঠান করবেন৷ বিক্রম ঘোষ এবং পন্ডিত তরুণ ভট্টাচার্যের যুগলবন্দী হবে ৬ জুলাই৷ মিলবে জগন্নাথদেবের রান্নাঘরের জিভে জল আনা বিভিন্ন খাবার৷ অন্যান্য বছরের মত এবছরেও রথযাত্রাকে ঘিরে থাকবে তুমুল নিরাপত্তা৷