লোকসভা ভোটের পর থেকে বাংলায় বিজেপির তান্ডবে তৃণমূল কর্মীদের হত্যাকান্ড সেই যে শুরু হয়েছিল, ভোট মিটে যাওয়ার প্রায় দেড়মাস পরেও সেই ধারা অব্যাহত। গত সপ্তাহে ব্যান্ডেলের পর ফের আজ সকালে তৃণমূলকর্মী খুনের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। ওই জায়গার এক ধান জমি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশ থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে।
মৃতের পরিবার সূত্রে খবর, রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তারপর আজ সকালে এলাকারই এক ধান জমিতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বরং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জানা গেছে, সেই দুই ব্যক্তি এলাকার বিজেপি কর্মী বলেই পরিচিত।